রসুলগঞ্জে আগুনে পুড়েছে ৪ দোকান

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে মালামালসহ পোশাক ও ইলেট্রিক দোকানসহ ৪টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভূক্তভোগী ব্যবসায়ীদের।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রসুলগঞ্জ বাজারের নবী মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগেই মালামালসহ চাঁদনী পোশাক বিতান, চৌধুরী সোলার, মুদি দোকান, একটি তুলার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চাঁদনি পোশাক বিতানের স্বত্ত্বাধিকারী মনির হোসেন বলেন, জমি বিক্রি করে দোকানে জামা-কাপড় উঠিয়েছি। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করা হয়নি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

আরও পড়ুন