চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১৪ অক্টোবর) সকালে ওই ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুদু গাজীকে হত্যা করা হয়েছন।
নিহতের ছোট ছেলে জাকির গাজী জানান, অন্যায়ভাবে ঘর নির্মাণ করে বৈদ্যুতিক সংযোগ দিতে এলে তার বাবা বাধা দেন। এতে রওশন আলী, হেলাল, রাসেল, ইকবাল, শাহজাহান, শরীফসহ কয়েকজন তার বাবাকে মারধর করে। আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
স্ত্রী হোসনে আরা প্রশাসনের কাছে স্বামী হত্যার বিচার দাবি করেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. মনসুর আহমেদ কায়সার জানান, হাসপাতালে বৃদ্ধকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, ওসি (ইন্টেলিজেন্স) মো. শামছুল আলম, এসআই লোকমান হোসেন, জাকির হোসেন ও এএসআই সঞ্জয় ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এসআই লোকমান হোসেন লাশের সুরাহতাল করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। আরও জানান, অভিযোগের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।