লক্ষ্মীপুরে বিএনপির গণ অনশন

নিজস্ব সংবাদদাতা: সরকারের পদত্যাগ-সংসদ বিলুপ্তসহ খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের পুরাতন গো হাটা সড়কের বাসভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এসময় বিএনপি নেতা এ্যানির মুক্তি দাবিও জানানো হয়।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, বিএনপি নেতা শাহ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

বক্তারা বলেন, সরকার গণতন্ত্র ধ্বংস করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। তিনি অসুস্থ, তারপরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে দিচ্ছে না। বাসার দরজা ভেঙে বিএনপি নেতা শহীদ উদ্দিন চেধুরী এ্যানিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এরপর তার ওপর নির্যাতন করা হয়। দেশে গণতন্ত্র নেই বলেই, সরকার যা ইচ্ছে তাই করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পতন নিশ্চিত করতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। সেই আন্দোলনকে বন্ধ করতে সরকার মামলা-হামলা অব্যাহত রেখেছে। এসব মামলা-হামলা করে আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না।

আরও পড়ুন