নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট পাওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারসহ ৪ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মান্দারী বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, ইমরান ফার্মাকে ৪ হাজার টাকা, মর্ডান ফার্মেসিকে ৪ হাজার টাকা ও হাজী স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সূত্র জানায়, ঢাকা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গেছে। এছাড়া দণ্ডপ্রাপ্ত দুটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। হাজী স্টোরে পণ্যের মূল্য তালিকা ছিলো না। এজন্য তাদেরকে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকারের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন বলেন, বাজার তদারকি অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও মূল্য তালিকা না থাকায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।