চাঁদপুরে পদ্মা-মেঘনা নৌ-সীমানায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ-থানার ওসিসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকালে পদ্মা-মেঘনার লক্ষ্মীরচর ও কাঁচিকাটা চরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় জেলেরা ইটপাটকেল ছুড়ে মারলে তারা আহত হয়।
চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এতে নৌ-পুলিশের ১০-১২ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মতলব উত্তরের মোহনপুর এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবা নেয়।
আহতদের মধ্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও নৌ-থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, পুলিশ সদস্য বাবুল কান্তি দেন, আবুল বাসার, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, অনিলসহ আরও কয়েকজন। তবে জেলেদের মধ্য কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে নৌ-পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩ নৌকাসহ ৮৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩ কোটি ১ লাখ ৫৯ হাজার ৮৬০ মিটার জাল উদ্ধার, ৪৬৭ কেজি ইলিশ ও ৩৩টি নৌকা জব্দ করা হয়। চারটি মোবাইল কোর্ট ও আটটি মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান, তিনজনকে ১২ হাজার টাকা জরিমানা ও বাকিদের জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রতিদিনই জেলেরা হামলা করে। এতে পুলিশ সদস্যরা প্রায়ই আহত হয়। এই হামলার ঘটনায় যৌথ অভিযানে নেমেছে সংশ্লিষ্ট প্রশাসন।