নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপস উদ্বোধন রবিবার

নির্বাচনে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন রবিবার (১২ নভেম্বর) অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপস উদ্বোধন করতে যাচ্ছে। এদিন সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আয়োজিত অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ আগেও ছিল।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ৭ নভেম্বর নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে এ বিধান যুক্ত করা হয়। কিন্তু ওই সুযোগ প্রার্থীরা গ্রহণ করেননি। এবার বিধানটি আরো সংষ্কার করা হয়েছে। এতে বলা হয়েছে, অনলাইনে মনোনয়নপত্র পূরণ ও দাখিল করতে হলে  পোর্টালে  প্রবেশ করে প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভোটার নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি এবং নির্বাচনী এলাকার নম্বর ও নাম এন্ট্রি  করে নিবন্ধন করতে হবে।  নিবন্ধন সম্পন্ন হওয়ার পর ইউজার নেইম ও পাসওয়ার্ড পাওয়া যাবে। জাতীয় পরিচয়পত্রের বায়োমেট্রিক ফিচারে সংরক্ষিত মুখাবয়বের সঙ্গে প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীর চেহারা শনাক্ত ( ফেসিয়াল রেকগনিশন)  করতে হবে। পোর্টালে প্রবেশ করে প্রার্থীকে পর্যায়ক্রমে মনোনয়ন, ব্যক্তিগত তথ্যাদি ও হলফনামা সংক্রান্ত তথ্য এন্ট্রি করতে হবে।  হলফনামা, আয়কর  সংক্রান্ত কাগজপত্র, দলীয় প্রার্থীর ক্ষেত্রে দলের মনোনয়ন সংক্রান্ত প্রত্যয়নপত্রসহ ও সংশ্লিষ্ট কাগজপত্র স্ক্যান করে পিডিএফ আকারে সংযুক্ত করতে হবে।

স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে সরাসরি দাখিল করতে হবে। জামানতের টাকা জমা দেওয়া যাবে পোর্টালের অনলাইন পেমেন্ট অপশন ব্যবহার করে। টাকা জমা দেওযার পর মনোনয়নপত্র দাখিল করতে হবে।

 

মনোনয়নপত্র দাখিলের পর স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীর মোবাইল ফোনে এর প্রাপ্তি স্বীকার, মনোনয়নপত্র বাছাইয়ের স্থান ও তারিখ, বাছাইয়ের সিদ্ধান্ত, প্রার্থীতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দসহ সংশ্লিষ্ট তথ্যাদি পর্যায়ক্রমে এসএমএসের মাধ্যমে  জানানো হবে। পোর্টালেও এসব তথ্য দেখা যাবে। প্রয়োজনে  রিটার্নিং অফিসার অনলাইনে দাখিল করা মনোনয়নপত্রের সংশ্লিষ্ট কাগজপত্রের মূল কপি মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিনে তার কাছে সরাসরি  দাখিল করতে প্রার্থীকে নির্দেশ দিতে পারবেন।

 

এ ছাড়া ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপসে ভোটারের তথ্যের পাশাপাশি ইসি কর্মকর্তাদের জন্য রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, এসপি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নির্বাচনী কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পরিচয় ও ফোন নম্বর দেওয়া থাকবে।

আরও পড়ুন