হিমেল বাতাস ও কনকনে শীতে থমকে গেছে জনজীবন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হিমেল হাওয়া আর কনকন শীত থমকে গেছে জনজীবন, জরুরী কাজ ছাড়া মানুষ শহরে উঠছে না, বিপর্যস্ত হয় পড়েছে এই জনপদের মানুষ । তবে বেশি অসুবিধায় পড়েছে শিশু ও বৃদ্ধরা। গত দুই দিনের ব্যবধানে সোমবার তাপমাত্রা আরও কম যাওয়ায় জনদূর্ভোগে পড়েছেন কর্মব্যস্ত মানুষ। এছাড়া প্রচন্ড শীত বেকায়দায় পড়েছেন হতদরিদ্র ও নিম আয়ের মানুষ। পেটের তাগিদে কেউ কেউ আবার কনকনে শীত ও হিমেল বাতাস উপেক্ষা করে মাঠে কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন। তীব্র শীত আগুন জ্বালিয় শীত নিবারণর চেষ্টা করছেন খেটে খাওয়া ছিনমূল মানুষও শিশুরা । গরম কাপড় ছাড়া সাধারণত কেউ ঘরের বাইরে বের হতে পরছেননা। এদিক, বদ্ধি পয়ছ শীত জনিত রাগর প্রকাপ। বিশেষ করে শিশু-বদ্ধরা পড়েছে ভোগান্তিতে । ৬০ উর্ধ্বে বয়স শহরের বিদ্যুৎ বসু জানায় এত শীত আমি আমার জীবনে দেখিনি, এদিকে বৃদ্ধা মনজিলা জানায়, প্রচন্ড শীত ও হিমেল বাতাসে, খবর সংযোগ কে জানায়, কান্না জড়িত কন্ঠে বলেন, আমার দুনিয়াদারিতে কেউ নাই, আমি খুবই অসুস্থ, আমাকে এখনো পর্যন্ত কেউ কোনো শীতবস্ত্র দেয় নাই।
সাতক্ষীরা আবহাওয়া অফিসর দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দুই দিনর ব্যবধান তাপমাত্র আরও কমছ। সকাল ৯ টায় সর্বনিম তাপমাত্রা রকর্ড করা হয়ছ ১১.৫ ডিগ্রি সলসিয়াস। বাতাসর আদ্রতার পরিমান ছিল ৯৪ শতাংশ

আরও পড়ুন