ভোলা : ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে পড়ে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সন্তান হারা মায়ের আর্তনাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।আজ ১৯ এপ্রিল (শনিবার) বেলা ১২টায় উপজেলার শশীভুষন থানার রসুলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভাসানচর গ্রামে এঘটনা ঘটে।প্রতিদিনের মত মা যখন কাজে ব্যস্ত তখন বড় ভাই বায়জিদ (৬) এবং ছোট বোন মারিয়া (৪) প্রচন্ড গরম সহ্য করতে না পেরে কাউকে না জানিয় পানিতে নামে মোঃ রাসেল এর এই সন্তান দুটি। অসাবধানতা বসত পানিতে তলিয়ে যায় বায়জিত ও ছোট বোর মারিয়া। দুই সন্তানের জনক দিন মজুর রাসেল পাগল প্রায়।এদিকে কাজ শেষে সন্তানদে ডাকলে কোন সারাশব্দ না পেয়ে দিগবেদিক খোজাখুজি করে। এক পর্যায় পুকুরে খোজ করলে পানি থেকে ভাই ও বোনের লাশ ইদ্ধার করে স্থ্নীয়রা। পরে পারিবারিক ভাবে তাদেরকে দাফন করা হয়।বিষয়টি স্বিকার করে শশীভূষন থানার ওসি মোঃ এনামুল হক বলেন,কোন ধরনের অভিযোগ না থাকায় পারিবারিক শিশু দুটি দাফন করা হয়েছে।