নির্বাচিত হলে ৬ মাসের মধ্যে তেওয়ারীগঞ্জ-ভবেরহাট সড়ক সংস্কার

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯ তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন চৌধুরী বলেছেন, তিনি আগামী ২৮ এপ্রিল তেওয়ারীগঞ্জ ইউপি নির্বাচনে জয়লাভ করলে ৬ মাসের মধ্যে পুরাতন তেওয়ারীগঞ্জ-ভবেরহাট সড়ক সংস্কার করা হবে। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে তেওয়ারীগঞ্জ ইউনিয়নবাসী অবহেলিত ৮ বছর এলাকায় রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। বর্তমান ইউপি চেয়ারম্যান ওমর হোসেন ভুলুর বাড়ির সামনে রাস্তা ভবেরহাট-পুরাতন তেওয়ারীগঞ্জ সড়কটি মেরামতের উদ্যোগ নেননি। বিনোদ ধর্মপুরসহ আশে পাশের এলাকার মানুষ প্রতিনিয়ত দূর্ভোগ পোহাচ্ছে। চেয়ারম্যান রাস্তার কাজ না করালেও তিনি নিজের বাড়ির উন্নয়ন ঠিক করেছেন। মানুষের কোন জন্য কিছুই করেননি। তাই আগামী ২৮ এপ্রিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অটোরিক্সা মার্কা ভোট দেওয়ার জন্য তিনি উদাত্ত আহবান জানান। শুক্রবার সন্ধায় পুরাতন তেওয়ারীগঞ্জ বাজার অটোরিক্সা মার্কার সমর্থনে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় বাজার বণিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন