মোংলা (বাগেরহাট):মোংলায় বৈদ্যুতিক শক খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার মৃত আকাব্বার মালের ছেলে মো: আলতাফ মাল (৪৩) নিজ বাড়িতে কারেন্টের বোর্ডে মটরের সুইচের সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন। এমন সময় বৈদ্যুতিক শখ খেয়ে তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
বাড়ির লোকজনেরা তাকে তাৎক্ষণিক ভাবে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এ মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে আসে।
মরহুম আলতাফ মালের রুহের মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান।