নিজস্ব সংবাদদাতা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার হিড়িক পড়েছে। এ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মাঝে তরুণরাও উদ্দীপিত। আর তরুণদের অনেকেই আছেন মনোনয়ন দৌঁড়ে এগিয়ে। এরমধ্যে কেন্দ্রীয় যুবলীগের উপপরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম পাটওয়ারীও রয়েছেন। তিনি লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে আওয়ামী লীগের মনোয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। তার প্রত্যাশা, দল থেকে তাকে মনোনীত করলে নৌকায় ভোট বিপ্লব ঘটিয়ে জয় নিয়ে আসবেন।
শামসুল ইসলাম লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বাসিন্দা।
শামসুল ইসলাম পাটওয়ারী বলেন, লক্ষ্মীপুর-২ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছি। স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগের রাজনীতি সঙ্গে জড়িত ছিলাম। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউনিটে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। যুবলীগের দায়িত্ব পেয়ে ঢাকাসহ নিজ এলাকা লক্ষ্মীপুরে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে কাজ করেছি। এখনো নিয়মিত লক্ষ্মীপুরের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষাসহ আওয়ামী লীগের উন্নয়নের বিষয়গুলো পৌঁছে দিচ্ছি। আশা করছি, দল আমাকে মূল্যায়ন করবেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে সারাবিশে^ তিনি সাড়া ফেলেছেন। এলিভেট এক্সপ্রেসওয়ে ও বঙ্গবন্ধু টানেল উন্নত দেশের উদাহরণ। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগসহ সকল অঙ্গসংগঠন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। সারাদেশের মতো লক্ষ্মীপুরেও তিনি ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প দিয়েছেন। যা লক্ষ্মীপুরের রুপ পাল্টে দিয়েছেন। আশা করি, দল আমাকে মনোনয়ন দিয়ে লক্ষ্মীপুর-২ আসনের অধীনস্থ রায়পুর উপজেলা ও সদরের ৯ টি ইউনিয়নের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবেন।