নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে দূর্যোগ বিষয়ক রেড ক্রিসেন্টের সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের আয়োজনে ওরিয়েন্টেশন। মঙ্গলবার এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিট ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান। সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা রাসেল ইকবাল, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো: ইউনুস মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের সেক্রেটারী মো: ইসমাইল হোসেন ফারক । আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সুরাইয়া আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে।
রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের ইউনিট কর্মকর্তা নাসরিন আকতারের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে অংশ গ্রহণ করেন রামগঞ্জ উপজেলার উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও মিডিয়াকর্মীরা।
ওরিয়েন্টেশনে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সকল সদস্যদের মাধ্যমে দূর্যোগের পূর্বে, দূ্র্যোগকালিন ও দুর্যোগ পরবর্তী সময়ে গৃহীত কার্যক্রম পরিচালনা ও দূর্যোগ বিষয়ক গঠিত বিভিন্ন টাস্কফোর্স সম্পর্কে অবহিত করা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে। এছাড়াও উপজেলা দূর্যোগ ব্যবস্থা কমিটির সভায় কারা আছেন এবং তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। আশা করা হয়, প্রত্যেকের যার যার যায়গা থেকে দায়িত্ব পালনের মাধ্যমে দুর্যোগে জান মালের ক্ষয় ক্ষতি আগের চেয়ে আরো কমিয়ে আনা সম্ভব হবে।