লক্ষ্মীপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজার এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।এসময় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জানা গেছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, মানবিক যুবলীগের স্বপ্নদ্রষ্টা শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে দেশব্যাপী অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
জানতে চাইলে যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, শীত বেড়ে যাওয়ায় শীত নিবারণে জেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে শীতার্তদের মাঝে কম্বল ভিতরণ করা হয়েছে। ক্রমান্বয়ে বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে। মানবিক যুবলীগের পক্ষ থেকে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।