রায়পুরে হজ্জ নিবন্ধন করতে গিয়ে জানলেন তিনি মৃত

প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে অনলাইনে হ্বজের নিবন্ধন করতে গিয়ে নিজেকে মৃত বলে জানলেন বৃদ্ধ মোঃ তসলিম (৭৫)। রায়পুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার শিকার মোঃ তসলিম রায়পুর উপজেলার দক্ষিন চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের গ্রামের হাজি বাড়ীর বাসিন্দা।রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, বৃদ্ধ তসলিম মিয়া তার ছেলেকে নিয়ে এসেছিলেন। আমি নেটে সার্চ করে দেখলাম ডেড ভোটার । বর্তমানে হজ্জ্¦সহ বিভিন্ন কাজ করতে জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন যাচাইয়ের অনুলিপি প্রয়োজন হয়। একটি চক্র এ কাজের সাথে জড়িত রয়েছে।
অনলাইনে যাচাই করতে গিয়ে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। অফিস থেকে বৃদ্ধকে জীবিত থাকার একটি কাগজ দিয়ে আগারগাঁও প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এই ধরনের সমস্যা নিয়ে লোকজন অফিসে আসলেই তা দ্রুত ঠিক করে দেওয়া হয়।
বৃদ্ধ তসলিম মিয়া এ প্রতিবেদককে জানান, মূল হজ্জ্¦ে অংশগ্রহনের জন্য জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি তুলতে (৩১ জানুয়ারী) বুধবার দুপুরে কম্পিউটারের দোকানে গেলে তা পাওয়া যায়নি। পরে অনুলিপি তুলতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গেলে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র নম্বর ৩২৯০৫৭০৯০৬, জন্ম তারিখ: ১৫/০২/০১৯৫৭,অবস্থা(Status): মৃত
উপজেলা নির্বাচন কর্মকর্তা একটি অনুলিপি প্রিন্ট করে দিয়ে বলেন, দ্রুত হেড অফিসে যোগাযোগ করতে। পরে তাদের অনুলিপি ও ইউনিয়ন চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে বৃহস্পতিবার দুপুরেই আগারগাঁও চলে যাইতেছি।

 

আরও পড়ুন