প্রতিনিধি: হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষনার্থীদের সাথে সার্বিক মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা ১২ ফেব্রুয়ারী (সোমবার) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, সহকারী কমিশনার ভূমি মুকবুল আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা প্রোগ্রামার ইঞ্জিনিয়ার আবু কাওছার,সহকারী প্রোগ্রামার শুভ্রজিদ রায় প্রমুখ। উক্ত সভায় লক্ষ্মীপুরসদর সহ বিভিন্ন উপজেলা আগত ২৬৫ নারী প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষনার্থীদের কল সেন্টার এজেন্ট, গ্রাফিক্স ডিজাইনার, জিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনসহ বিভিন্ন বিষয়ের উপর ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
ইতিমধ্যে ওই প্রশিক্ষণের ৩ মাস অতিবাহিত হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে ল্যাপটব প্রদান করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।