প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদ পেয়ে শহরের দক্ষিণ তেমুহনী এলাকার রামগতি-লক্ষ্মীপুর সড়কের জোনাকী পরিবহনে তল্লাসী করে মো: রাকিবুল হাসানের (২৮) নামে এক ব্যক্তি কাছ থেকে ৪ কেজী গাঁজা উদ্ধার করে। আটককৃত রাকিব রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।তাকে গ্রেফতার দেখিয়ে ২১ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাহাদাত হোসেন টিটো জানান, গোপন সংবাদ পেয়ে ২০ মার্চ (বুধবার) গভীর রাতে জোনাকী পরিবহনে তল্লাসী চালিয়ে রাকিবের ব্যাগ থেকে ৪ কেজী গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রায়পুর থানায় মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। রাকিব এলাকায় চিহ্নিত মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী। রায়পুরসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।