বাংলাদেশ স্কাউটস লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা নির্বাচন অনুষ্ঠিত

প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা নির্বাচন ২৯ জানুয়ারী (বুধবার) দিনব্যাপি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি পদে (প্রাথমিক) মো: হেলাল উদ্দিন, (মাধ্যমিক) আওলাদ হোসেন চৌধুরী, (মাদরাসা) মো: সামছুল আলম শামীম, কমিশনার পদে জাকের উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো: ইব্রাহিম খলিল, যুগ্ন সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ পদে মো: জসিম উদ্দিন, গ্রুপ-কমিটির সভাপতি (প্রাথমিক) মোহাম্মদ সামছুদ্দিন,মো: শামছুদ্দোহা (মাধ্যমিক) মো: মাহাবুবুর রহমান, মো: গিয়াস উদ্দিন নির্বাচিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ভোটাররা গোপন ব্যালেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বিকেলে প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন বিজয়ীদের নাম ঘোষণা করেন। এর আগে সকালে ত্রৈবার্ষিক কাউন্সিল শুভ উদ্বোধন ঘোষণা করেন কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা।

আরও পড়ুন