চলতি বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার মানুষ

বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে পারবেন। সৌদি আরবের জেদ্দায় সোমবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় দুই দেশের মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে এ বছরের হজ চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সৌদি সরকারের ওমরা ও হজ মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাওজান আল রাবিহা।

বৈঠকে হজের খরচ ও অন্যান্য বিষয়ে আলোচনা না হলেও সূত্র জানিয়েছে, এ বছর হজ পালনে খরচ বাড়তে পারে। করোনা পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, তেলের মূল্য বৃদ্ধি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হোটেল, পরিবহন, ভ্যাট প্রবর্তনসহ সরকারিভাবেও খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশি হাজিদের আধুনিক আবাসন পরিবহন ও অন্যান্য সুবিধাটি বৃদ্ধির ও হজের কোটা বৃদ্ধি করার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন