রামগঞ্জে ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগকে গতিশীল করতে এবং আগামীতে ছাত্রলীগের নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা ১০নং ভাটরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত ওয়াসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জীবন শেখের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন। সম্মেলনে ছাত্রলীগের উদ্দেশ্যে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল।

বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বুলবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন মিঠু, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান ভুট্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ সহ এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিন মাল, আব্দুল আজিজ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান বাবু, ইয়াসিন আরাফাত জীবন, ছাত্রলীগ নেতা শেখ ফরিদ, শেখ রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা আহম্মেদ সোহেল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমদাদ হোসাইন, শেখ রায়হান, শাকিল মিজি, সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আরও পড়ুন