‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’— প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চাঁদপুরেরও মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
দুপুর দেড়টায় শহরের মঠখোলায় দিনটি ঘিরে র্যালি, আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। র্যালী সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় থেকে শুরু হয়ে সরকারি শিশু পরিবারে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন মিয়া, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিশু পরিবারের শিক্ষার্থীরা অংশ নেয়।