নিউ সুপার মার্কেটে আগুন, ১৫০০ দোকানের ক্ষতির আশঙ্কা

রাজধানীর নিউ সুপার মার্কেটের তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫শ’ দোকান ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মার্কেটের চারপাশে আর্তনাদ করা ব্যবসায়ীরা এমনটি দাবি করেন।

মার্কেটের দ্বিতীয় তলায় তাসনিয়া ফ্যাশনের মালিক রুবেল মিয়া রাত ২টার দিকে দোকান বন্ধ করে নবাবপুরের বাসায় ফেরেন। ভোরে খবর পেয়ে দ্রুত মার্কেটে এসে দেখেন আগুন ছড়িয়ে পড়েছে।

প্রথমে স্বজনদের সঙ্গে নিয়ে মালামাল বের করার চেষ্টা করেন। প্রচণ্ড ধোঁয়ায় এখন ঢুকতে পারছেন না। তার দোকানে আগুন না লাগলেও পানিতে ভিজে মালামাল নষ্ট হচ্ছে। দোকান থেকে সরিয়ে রাখা কিছু মালামালের কাছে বসেই কাঁদছেন তিনি।

রুবেল গণমাধ্যমকে বলেন, আমি দোকানটা খুলতে পেরেছি। কিছু মাল বের করেছি। আমার গোউডানে ৪০ লাখ টাকার মাল রয়েছে। গোউডানের দরজার কাছেও যেতে পারিনি। আমার সব শেষ হয়ে যাচ্ছে।

ওই মার্কেটের নিচ তলায় সিঁড়িতে চৌকি বসিয়ে শিশুদের কাপড় বিক্রি করেন মো. মুজিবুর রহমান। পানিতে ভিজে তার সব মালামাল নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, মার্কেটে ১৫শ’র ওপরে দোকান আছে। সবই ক্ষতিগ্রস্ত হবে। সামনে ঈদ। এমন সময় আমাদের ওপর এত বড় বিপদ এলো।

আরও পড়ুন