নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক দুটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রিজের ও পাশ্ববর্তী আলীপুর ব্রিজের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয়রা ঘটনাস্থল ব্রিজের নিচে পানিতে মরদেহগুলো ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। দুটি মরদেহ অর্ধগলিত। শিশুটির বয়স আনুমানিক দেড় বছর ও নারীর বয়স ২২ বছর ধারণা করা হচ্ছে। নারীর পরনে প্রিন্টের সেলোয়ার কামিজ ছিল। তবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। আশপাশের লোকজনও তাদের চেনেন না। তারা মা ও শিশু বলে ধারণা করছে স্থানীয়রা।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, মরদেহগুলো উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।