নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। বর্তমানে অভিনয়ে ব্যস্ততা কমলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান জানান দেন। এবার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দোয়া চাইলেন অভিনেতা।
রোববার (১১ জুন) দুপুরে এক ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন, ‘অসুস্থতায় দোয়া চাওয়া উচিত, তাই সবাই দোয়া করবেন।’
এ বিষয়ে সংবাদমাধ্যমকে ওমর সানী জানান, অসুস্থতা তেমন গুরুতর নয়। তিনি বলেন, বেশি কিছু হয়নি। ঠাণ্ডার জন্য এন্টিবায়োটিক ওষুধ খাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।’
উল্লেখ্য, সর্বশেষ ওমর সানীকে শুটিং করতে দেখা যায় জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায়। এতে ওমর সানী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।