নিজস্ব সংবাদদাতা: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এসময় মিছিল থেকে ‘ভোট চোর’সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় বিক্ষব্ধরা। একই সঙ্গে ফয়জুল করীমের ওপর হামলাকারীদের শাস্তির দাবিও করা হয়েছে।
সোমবার (১২ জুন) সন্ধ্যা ৬ টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
দলটির জেলা কমিটির সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র নেতা মাওলানা জহির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী আ হ ম নোমান সিরাজী, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুজজাহের আরেফী প্রমুখ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের সিনিয়র নায়েবে আমীর ফয়জুল করীমের ওপর হামলা সরকারের ব্যর্থতা বহিঃপ্রকাশ। ভোটে নিশ্চিত হার জেনেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, সোমবার দুপুরে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হাজেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে।