লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সাথে মতবিনিময় সভা করেছেন রামগতি উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ সভার আয়েজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তনু চৌধুরী ।
এসময় বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান , রামগতি উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন সোহেল , পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন , রামগতি রিপোর্টাস ক্লাব সভাপতি অপরুপ বাবু , সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ধনু, লক্ষীপুর জেলা পরিষদের সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলাল , উপজেলা ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, চাকরিজীবিগনসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা রামগতি উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক সুরাইয়া জাহানের বক্তব্যে তিনি বলেন, রামগতি উপজেলার উন্নয়নে তিনি সার্বিক সহযোগিতা করবেন।