রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে হাজার কাছ সহ জাকির হোসেন নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের তত্বাবধানে রবিবার, (৬ আগস্ট) থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ কাওসারুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই হোসেন সহ গোপন সংবাদের ভিত্তিতে জাকির হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী জাকির হোসেন উপজেলার করপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অনন্দিপুর গ্রামের হানিফ মেম্বারের নতুন বাড়ির মৃত মোঃ সোলায়মান এর ছেলে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত জাকির হোসেনের কাছথেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এবং আসামিকে লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।