রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জ স্বেচ্ছাসেবী এ্যাসোসিয়েশন ও সংশপ্তক অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী ইমাম হোসেন স্বপনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দ্রুত গেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শাহেদ হোসেনের সঞ্চালনায় মোঃ মাঈন উদ্দিন রুবেলের সভাপতিত্বে প্রায় ১৫ টি সংগঠনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দু উপস্থিত ছিলেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি সাংবাদিক পারভেজ হোসেন, সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশন কোষাধ্যক্ষ সাংবাদিক রাজু হোসেন, স্বাধীন বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুন এলাহি, সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের জীবন সিদ্দিকী, সংশপ্তক অ্যাসোসিশনের সদস্য আরভী আক্তার, ক্বারী আব্দুর রব আল মামুন, সোনার বাংলা স্বাধীনতা ফাউন্ডেশন সভাপতি মোঃ সুমন ওয়াহিদ সহ সেচ্ছাসেবী সংগঠন তরুণ ব্লাড ফাউন্ডেশন, তরুণ সংঘ ব্লাড ডোনেট ক্লাব, সততা ব্লাড ফাউন্ডেশন, স্বাধীন বাংলা ব্লাড ফাউন্ডেশন, নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থা, রক্তের সন্ধানে রামগঞ্জ, সোনার বাংলা স্বাধীনতা ফাউন্ডেশন, নবদুত ব্লাড ফাউন্ডেশন, সহ অন্যান্য প্রায় ১৫টি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা উক্ত হামলায় জড়িত সন্ত্রাসীদের অতি দ্রুত গেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং এই হামলার পিছনে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনা হউক। আরো বলেন স্বেচ্ছাসেবীগন মানুষের কল্যানে কাজ করে, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে সহযোগিতা করেন। সমাজে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই কাজের বিনিময়ে তাদের রক্ত ঝরবে কেনো? প্রশাসন বিচার চাই।
উল্লেখ্য, গত ১৭আগস্ট বৃহস্পতিবার, রাত আনুমানিক ১০টায় রামগঞ্জ এশিয়া ব্যাংক পানপাড়া বাজার উপ শাখার ক্যাশিয়ার ও সামাজিক সংগঠন সংশপ্তক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মোঃ স্বপন আহমেদ (২৭) এর উপর দুর্বৃত্তরা এলোপাতাড়ি হামলা করে সাথে থাকা মোবাইল, নগর টাকা ও মোটর সাইকেল নিয়ে যায়। পরে স্থানীয়রা স্বপনকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।