লক্ষ্মীপুরে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ

লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আবদুল বারী নামের এক প্রবাসী বিরোধীয় জমিতে ভবন নির্মাণ করছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে রান্না করে শতাধিক বহিরাগতকে খাইয়ে একতলা ভবনের ছাদ ঢালাই করেন তিনি। সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে আনসার উল্যাহ মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।

 

এরআগে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণকাজ চলমান রাখায় বুধবার (৬ সেপ্টেম্বর) জমির মালিক রেজাউল করিম চন্দ্রগঞ্জ থানায় আবদুল বারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

jagonews24

 

এর আগে ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য গত ৩১ আগস্ট যুগ্ম জেলা জজ প্রথম আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করেন রেজাউল করিম। এতে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে ভবন নির্মাণ করা যাবে না বলে নির্দেশনা দেন আদালত।

বাদীর আইনজীবী খোরশেদ আলম বলেন, জমির বিরোধ নিয়ে বাদী ও বিবাদীদের মধ্যে বণ্টন মামলা রয়েছে। বিরোধীয় জমিতে আবদুল বারী জোর করে ভবন নির্মাণকাজ শুরু করেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্ত বারী আদেশ না মেনে ভবন নির্মাণকাজ চলমান রেখেছেন। ঘটনাটি আদালতের নজরে এলে কমিশন উকিল নিয়োগ দিয়েছেন বিচারক।

jagonews24

অভিযুক্ত আবদুল বারী গন্ধব্যপুর গ্রামের আনসার উল্যা মৌলভী বাড়ির মৃত মৌলভী অজি উল্যাহর ছেলে ও ইতালি প্রবাসী।

অভিযোগকারী রেজাউল করিম বলেন, আবদুল বারীদের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে লক্ষ্মীপুর আদালতে বন্টন মামলা চলমান। তা সত্ত্বেও বিরোধীয় জমির মধ্যে চার শতাংশে জোর করে ভবন নির্মাণকাজ শুরু করেন আবদুল বারী।

অভিযুক্ত আবদুল বারী বলেন, ‘আমি ডিআইজির সঙ্গে কথা বলেছি। আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। এছাড়া আমি ইতালির নাগরিক। আমার কোনো সমস্যা নেই।’

jagonews24

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, আদালতের কোনো নির্দেশনা আমরা পাইনি। এজন্য এ ঘটনায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী অন্যায় করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে।

আরও পড়ুন