গাজিনগরে ব্যাংকের সুধী সমাবেশ

রায়পুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর ইসলামি ব্যাংকের গাজিনগর বাজার এজেন্ট শাখার গ্রাহক ও সুধী সমাবেশ হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার গাজিনগর বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী আনোয়ার হোসেন নাবিনের সভাপতিত্বে ও মো: আদনানের সঞ্চালনায় এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির রায়পুর জোনাল রায়পুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিদার হোসেন দেলু, এজেন্ট ইনচার্জ মো: ইমরান উদ্দিন, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আবু তাহের।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপশি অপপ্রচারে কান না দিয়ে নিয়মিত ব্যাংকিং কাজগুলো নিজে সম্পন্ন করে। এসময় সবাইকে ব্যাংকিং কার্যক্রমে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহবান জানান।

আরও পড়ুন