নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া করা হয়েছে । সোমবার বিকেলে বাদ আসর ঢাকার কলাবাগান গ্রিন রোড সরকারি অফিসার্স কোয়াটার জামে মসজিদে এ আয়োজন করেন।
আওয়ামীলীগ যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির
সাংগঠনিক আব্দুজ জাহের সাজুর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলাবাগান থানা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবু, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোতালেব ও সাধারনণ সম্পাদক আবুল বাশারসহ অনেকে।
আব্দুজ জাহের সাজু বলেন, শনিবার ওবায়দুল কাদের শারীরিক পরিক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমি মিলাদ ও দোয়ার আয়োজন করেছি।