লক্ষ্মীপুরের রামগঞ্জে লাইসেন্স বিহীন অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চার দোকানের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন এ জরিমানা করেন। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেখ ডিপার্টমেন্টাল স্টোরের ৫ হাজার, মেসার্স ভূঁইয়া গ্রোসারীর ৫ হাজার, মেসার্স তানভীর ট্রেডার্সের ২০ হাজার ও আরও একটি দোকানের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন জানান, জেলা প্রশাসক সুরাইয়া জাহানের নির্দেশনায় রামগঞ্জ বাজারে এলপিজি গ্যাসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় এলপিজি গ্যাস বিক্রির লাইসেন্স না থাকায় দুই দোকানের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারদর নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।