চাঁদপুরে পৌনে চার কেজি সাতটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৩৭৫ টাকা। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের কোতোয়ালি থানার যতীন্দ্র মোহন ধরের ছেলে বিকাশ ধর ওরফে সুমন (৪৩) ও নেত্রকোনার কেন্দুয়া থানার মাখন চন্দ্র ভৌমিকের ছেলে মনোরঞ্জন ভৌমিক (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের আল-আমিন কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে ফরিদগঞ্জ থেকে চাঁদপুর লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি করা হয়। এ সময় সিএনজির পেছনে বসা দুই যাত্রী মধ্যে বিকাশ ধর ওরফে সুমনের কোমরে কাপড়ের তৈরি বেল্টের ভেতরে কালো কস্টেপ দ্বারা মোড়ানো পাঁচটি স্বর্ণের বার এবং মনোরঞ্জন ভৌমিকের কাছে দুটি স্বর্ণের বার পাওয়া যায়। তাদের কাছ থেকে জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৩৫৪ ভরি ৬ আনা ৫ রতি (পৌনে চার কেজি)। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ বহনের কোনো সঠিক, বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আমাদের সন্দেহ হচ্ছে তারা স্বর্ণের বারগুলো পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।