লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে বেরিয়ে ৪ দিন নিখোঁজ ছাত্র

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে বের হয়ে ৪ দিন ধরে সৌরভ হোসেন ইসহাক (১৪) নামে এক ছাত্র নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে ছাত্রের বাবা আকবর হোসেন বাদল সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।

সৌরভ লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী এলাকার ইসলাম পন্ডিত বাড়ির বাদলের ছেলে।

নিখোঁজ ডায়েরি সূত্র জানায়, সৌরভ লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকার তাহফিজুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র। গত ২০ সেপ্টেম্বর সকালে মাদ্রাসা থেকে সৌরভ বের হয়। এরপর থেকে সে মাদ্রাসা কিংবা বাড়িতে ফেরেনি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে নেভি ব্লু পাঞ্জাবি ও মাথায় সাদা টুপি ছিল। সৌরভের সন্ধান পেলে তার বাবা বাদল (০১৭৩১৪৩১১৬৩) ও লক্ষ্মীপুর সদর মডেল থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

আকবর হোসেন বাদল বলেন, আত্মীয়-স্বজন সবার বাড়িতে সৌরভের খোঁজ নিয়েছি। সে কোথাও যায়নি। রামগতি উপজেলায় গিয়েও তাকে খুঁজে এসেছি। কোথাও ছেলেটাকে পেলাম না। টাকা-পয়সা নেই, কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে ছেলেটা। তার মাও কান্না করছে। ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগীতা চেয়েছেন তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ছাত্রের বাবা নিখোঁজ ডায়েরি করেছে। তাকে খুঁজে পেতে বিভিন্ন থানায় সন্ধান পাঠানো হয়েছে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন