নোয়াখালীতে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

  1. নোয়াখালীতে ১৪৫ পিস ইয়াবাসহ হত্যা মামলার প্রধান আসামি মো. খোকনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে চাটখিলের হালিমা দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মো. খোকন সুন্দরপুর গ্রামের আলী আজ্জমের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক রনি পালোয়ান হত্যার প্রধান আসামি।

র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ২৩ সেপ্টেম্বর সকালে রনি পালোয়ানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে হত্যায় জড়িত প্রধান আসামি খোকনকে ইয়াবাসহ গ্রেফতার করে চাটখিল থানায় সোপর্দ করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, হত্যা মামলার পাশাপাশি মাদক আইনে পৃথক মামলা দিয়ে খোকনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এরআগে ২৩ সেপ্টেম্বর সকালে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর পালোয়ান বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে রনি পালোয়ানের গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়। তিনি চাটখিল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদের প্রার্থী ছিলেন।

 

আরও পড়ুন