নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনের দশ বছর বয়সি ছেলে মো. জিসান ও আবু তাহেরের ১২ বছর বয়সি ছেলে রাহাত হোসেন।
জিসান চরবাটা হাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। রাহাত চরবাটা ইসমাইলীয় দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তারা সম্পর্কে মামা-ভাগনে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রতিদিনের নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, হাজীপুর গ্রামের মসজিদের ছাদের উপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গেছে। সকালে মসজিদের ইমাম মক্তবে আসা তিন শিশুকে ছাদের উপরে গাছের ছোট ডাল কেটে দেওয়ার জন্য বলেন। ওই তিন শিশু মসজিদের ছাদের উপর উঠে ডাল কাটার সময় জিসান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন রাহাত তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। একই সঙ্গে থাকা অপর শিশু সাগর দুজনকে কাঁপতে দেখে মসজিদের ইমামকে ঘটনা জানায়। তখন ইমাম আবু তাহের বিদ্যুৎ কার্যালয়ে ফোন দিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করতে বলেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. সোহেল নামে স্থানীয় একজন বলেন, ডাল কাটার সময় জিসানকে হঠাৎ কাঁপতে দেখে রাহাত তাকে ধরতে যায়। পরে দুজনই কাঁপতে থাকে। এরপর সঙ্গে থাকা সাগর মসজিদের পাশের গাছ বেয়ে নিচে নেমে যায়। পরে ইমামকে জানায়।