নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিানর ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে মা সমাবেশ ও ডেঙ্গু প্রতিরোধে শতাধিক নারীর মাঝে মশার-কয়েল বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আরজু মনি অক্সিজেন ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, ফরিদা ইয়াসমিন লিকা, জহির উদ্দিন বাবর, কৃষকলীগ নেতা সিএম আবদুল্লাহ, মিজানুর রহমান ভূঁইয়া, যুবলীগ নেতা আমজাদ হোসেন আজিম, শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুব ইমতিয়াজ।
প্রধান অতিথি বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নারীদের জন্য দুগ্ধ, মাতৃকালীন, বিধবা ও বয়স্কসহ বিভিন্ন ভাতা চালু করেছেন। এজন্য আগামিতেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। বিএনপি ভোট কারচুপি করে এমপি নির্বাচিত হতো। এখন আর সেই সুযোগ নেই। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে নৌকা মার্কায় জয়ী হবে।
চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, প্রধানমন্ত্রী আমাদের আশার বাতিঘর। তাঁর হাত ধরেই দেশ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। করোনাকালে অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত করে যেভাবে তিনি সবার আস্থা অর্জন করেছেন। একইভাবে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী বিভিন্ন কর্মযজ্ঞ চলছে। স্বল্প খরচে সেবা নিশ্চিত করা হচ্ছে। আগামি নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।