বৃদ্ধা এ মহিলাকে রামগঞ্জ উপজেলার পৌর জগৎপুর গ্রামে এলোমেলো হাঁটতে দেখা গেছে।
বর্তমানে তিনি জগৎপুর গ্রামের একটি বাড়ীতে হেফাজতে রয়েছেন।
কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ার কারনে বাড়ীর নাম ঠিকানা বলতে পারছেন না।
আপনাদের একটি পোষ্ট উনাকে উনার আত্মীয় স্বজনদের মাঝে ফিরে যেতে সহযোগিতার মাধ্যম হতে পারে।
এছাড়া উনার আত্মীয়দের আমার (মাহমুদ ফারুক, সভাপতি; রামগঞ্জ প্রেস ক্লাব) 01712718020 নম্বরে কল দিয়ে যোগাযোগ করার অনুরোধ করছি।
অথবা রনি (জগৎপুর) 01739141577 এ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন।