নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকারের পৃথক অভিযানে হাসপাতালসহ ৬ প্রতিষ্ঠানে ২৫ হাজার ৫০০ পাঁচশত টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে জেলা শহরের মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত ও রায়পুর উপজেলা শহরে ভোক্তা অধিকার অধিদপ্তর পৃথক এ অভিযান চালায়।
ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্র জানায়, রায়পুর জেলা শহরে ভোক্তা অধিকার অধিদপ্তর বাজার তদারকি অভিযান পরিচালনা করে। এসময় হাসপাতালসহ ৫টি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিজেন্ট পাওয়া যায়। এতে প্রতিষ্ঠানগুলোকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জনসেবা জেনারেল হাসপাতাল প্রাইভেটের ৫ হাজার, পাটওয়ারী সার্জিক্যালের ৪ হাজার, শোভন ফার্মেসীর ৫ হাজার, মা মেডিকেলের ৫ হাজার ও মেডিসিন কর্নারের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচলক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
এদিকে বুধবার দুপুরে জেলা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য তালিকা, ক্রয়ের ক্যাশ মেমো ও দোকানের লাইসেন্স তদারকি করা হয়। এসময় শহরের চক মসজিদ রোডের একতা ভ্যরাইটিজ স্টোরে পন্যের মূল্য তালিকা ঝুলানো পাওয়া যায়নি। পরে একটি মূল্য তালিকা দেখালেও তা হালনাগাদ ছিল না। এ অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটি ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ^াস এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসাইন উপস্থিত ছিলেন।
কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে অভিযান চলমান থাকবে।