লক্ষ্মীপুরে গোসলে নেমে পুকুরেই প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে শরীফুল আলম শরীফ পাটওয়ারী (২৭) নামে এক শারিরীক প্রতিবন্ধী যুবক মারা গেছে। বুধবার (৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরীফের জেঠাতো ভাই অপু পাটওয়ারী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শরীফ ওই এলাকার মকবুল আহম্মদ পাটওয়ারী বাড়ির রফিকুল আলম টুনুর ছেলে। তিনি জন্ম থেকেই শারিরীক প্রতিবন্ধী ছিল।

স্থানীয়রা জানায়, বৃষ্টির মধ্যেই শরীফ বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু দীর্ঘসময় পার হয়ে গেলেও তিনি ঘরে ফিরছিলেন না। এতে পরিবারের লোকজন তাকে পুকুরঘাটে খোঁজ করতে যান। তখন পুকুর ঘাটে জামা-কাপড় দেখা গেলেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে। পরে শরীফকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীফের জেঠাতো ভাই অপু পাটওয়ারী বলেন, জন্মগতভাবে প্রতিবন্ধী ছিল শরীফ। এতে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতো না। স্ক্যাচে ভর করে হাঁটতো। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তাকে হারিয়ে পারিবারে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, শরীফ সবসময় হাসিখুশী ও মিশুক প্রকৃতির ছিল। স্ক্যাচে ভর করেই মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়তো। ঝড়-বাদলেও নামাজের জন্য ছুটে যেতো মসজিদে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি।

আরও পড়ুন