নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়ার দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সভাপতি পদে পূর্নবহাল করা হয়েছে৷ রবিবার (৮ অক্টোবর) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের সই করা চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
জাহিদ ২০২১ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দল থেকে মনোয়ন না পেয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করেন৷ এতে দলের শৃংখলা ভঙ্গের দায়ে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়৷
জাহিদ হোসেন ভূঁইয়া উপজেলার ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন৷ চেয়ারম্যান থাকাকালীন যথাযথ দায়িত্বপালন ও জনসেবায় অগ্রনী ভূমিকা রাখায় লক্ষ্মীপুর জেলা ৫৮টি ইউনিয়নের মধ্যে তিন তিনবার জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন৷ পাশাপাশি সরকারিভাবে তিনটি দেশ সফর করেন৷
জাহিদ সাবেক উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও ভাদুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহম্মেদের ছেলে৷ তৃর্নমূল থেকে গড়ে উঠা আওয়ামী লীগ পরিবারের সন্তান৷
জাহিদ হোসেন ভূইয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানান৷