ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুরের মাকসুদ কামালের নতুন দায়িত্ব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছুটিতে থাকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছেন প্রো‌-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। রবিবার (০৮ অক্টোবর) থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন।

 

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক গার্ড মিটিংয়ে অংশগ্রহণ করায় আগামী ১২ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক বোর্ড মিটিং-এ অংশগ্রহণের জন্য ৮ অক্টোবর হতে ১২ অক্টোবর পর্যন্ত কর্তব্যরত ছুটি মঞ্জুরসহ চীন গমন ও অবস্থানের জন্য সরকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উপাচার্যের উক্ত ছুটিকালীন প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

 

আরও পড়ুন