দিন যত যাচ্ছে তত ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে মাঠে প্রধান দুই রাজনৈতিক দলের উত্তেজনা থেমে নেই। এরই মধ্য নির্বাচন নিয়ে বিশাল কর্মজজ্ঞ গেছে নির্বাচন কমিশনে (ইসি)। নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা, সচ্চ ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনী মালামাল নির্বাচন কমিশনে আনা হচ্ছে।
ইসি সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচন সম্পূর্ণ করার জন্য এরই মধ্য যাবতীয় মালামাল কেনার টেন্ডার শেষ হয়েছে। মালামালগুলো নির্বাচন ভবনেও আসতে শুরু করেছে। কমিশনের অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহ থেকে এগুলো জেলায় জেলায় পাঠানো শুরু হবে। এ জন্য আঞ্চলিক, জেলা, উপজেলা ও থানা নির্বাচন অফিসের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে ইসি।
ইসির খসড়া তালিকা অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র হবে ৪২ হাজার ৩৮০টি। নির্বাচনে ভোটকক্ষ হবে ২ লাখ ৬১ হাজার ৬৬৮টি। সর্বশেষ ২০২২ সালের ভোটার হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।
সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকক্ষের জন্য একটি করে স্বচ্ছ ব্যালট বাক্স প্রয়োজন হয়। আর প্রতি কেন্দ্রে একটি করে অতিরিক্ত স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়া হয়। সে হিসাবে, আগামী জাতীয় নির্বাচনে ৩ লাখের বেশি স্বচ্ছ ব্যালট বাক্স প্রয়োজন হবে। কমিশনের কাছে এখন বেশ কিছু স্বচ্ছ ব্যালট বাক্স আছে। জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন ৮০ হাজারের মতো নতুন স্বচ্ছ ব্যালট বাক্স কেনা হয়েছে।
ইসি সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে পাঠানো নির্বাচনী মালামাল ইসি সচিবালয়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসে সংরক্ষণ করা হবে। এর পর ভোটের দিন সকালে বা আগের দিন নির্ধারিত কেন্দ্রে এইসব মালামাল পাঠানো হবে।
এ ছাড়া এখন থেকে সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ের সব অফিসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি দিয়েছে কমিশন।
এদিকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবীতে মাঠে আন্দোলনে রয়েছে বিএনপি। বিভিন্ন সভা সমাবেশে বিএনপি নেতাদের বক্তব্য অনুযায়ী আসন্ন দুর্গাপূজার পর চূড়ান্ত আন্দোলনের কথা শোনা যাচ্ছে। এর অংশ হিসেবে রাজধানী ঢাকা কেন্দ্রিক নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে দলটি। তার মধ্যেই নির্বাচনের প্রস্তুতি এগিয়ে রাখছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আমাদের পক্ষ থেকে স্পষ্ট এখন পর্যন্ত বাংলাদেশের যে আইনশৃঙ্খলার পরিস্থিতি, আমাদের দৃষ্টিতে, কমিশনের দৃষ্টিতিপূর্ণ আছে এবং উদ্বীগ্ন হওয়াার মতো কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে কমিশন মনে করছে। পরবর্তীতে কোন পরিস্থিতির যদি উদ্ভাব হয় তবে অবশ্যই কমিশন তাদের আইনানুগভাবে সকল ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে।