শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দূর্জয়’ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে নানা আয়োজনে শেখ রাসেল এর ৬০তম জন্মদিন পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জম্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে একটি র্যালি বের হয়ে শহরের ভিন্ন ভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু বকর ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।