দক্ষিণ আফ্রিকায় খোরশেদ আলম দিদার নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ডাকাতদল। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিপুর গ্রামের লাতু হাজির ছোট ছেলে। পরিবারে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে আফ্রিকার জোহানেসবার্গ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাঠাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, দিদার জোহানেসবার্গের রজেটিনভিলে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। কয়েক দিন আগে সেখানে ডাকাতের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে তার বড় ভাই নজরুল ইসলামও অসুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকায় মারা যান।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন পরিবারের বরাত দিয়ে বলেন, দিদার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার স্বজনদের সঙ্গে কথা হয়েছে। লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।