আজ শনিবার রাষ্ট্রীয় সফরে লক্ষ্মীপুরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি)।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করছেন গণমাধ্যমকর্মীদের।
এদিন বেলা ১২ টা ১৫ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে লক্ষ্মীপুর জেলার রায়পুর আসবেন। এরপর উপজেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করবেন কিছুক্ষণ।
দুপুর ১ টার দিকে রায়পুর পৌরসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন। তারপর পরিষদ হলরুমে সরকারি কর্মকতাদের সঙ্গে মতবিনিময় করবেন। পৌনে ৩ টার দিকে রায়পুর উপজেলা প্রশাসন আর্ট স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। বিকেল ৪ টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
জনসভা শেষে ফের হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন স্বরাষ্ট্রমন্ত্রী।