লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবদুল্যা আল নোমান (৪৫) ওরফে সুমন কারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২১ অক্টোবর) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকার নিজ বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

এ সময় ওই ঘর থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে। সে লক্ষ্মীপুর পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের কারী বাড়ির মৃত আমির হোসেন ডিলারের পুত্র। এ ছাড়া ৩ সন্তানের জনক সে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঞ্চানগরের নিজ বাড়ির দরজায় একটি পরিত্যক্ত টিনের ঘরে সুমন প্রতিদিন বন্ধুদের নিয়ে আড্ডা দিত। এদিন বিকেলে প্রতিবেশীরা ওই ঘরটি ভেতর থেকে বন্ধ দেখে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। ডাকাডাকির পরও তার সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শহর ফাঁড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে ওই ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মৃতদেহ উদ্ধার করে। একই সময় মৃতদেহের পাশে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

 

স্বজনরা জানায়, বৃহস্পতিবার থেকে সে ঘরে ফেরেনি। ওইদিন থেকে পরিবারের সদস্যরা তার মোবাইলে একাধিকবার কল করলেও সে রিসিভ করেনি।

 

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই এনামুল হক জানান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ওই নেতার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হয়, অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন