লালমনিরহাট প্রতিনিধি:লালমনি এক্সপ্রেস ট্রেনে শারিরীক প্রতিবন্ধী এক শিশুকে (১৩) ধর্ষনের অভিযোগে ওই ট্রেনেই ডিউটিরত এ্যাটেন্ডেন্ট আক্কাস আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিশুর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাতা গ্রামে। গ্রেফতার আক্কাছ আলী বরিশাল সদর উপজেলার মৃত বজলু গাজীর ছেলে।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি ফেরদৌস আলী জানান, রাতে জয়দেবপুর রেল স্টেশন হতে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভূল বশত ওই শিশু লালমনির এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় ওই এ্যাটেন্ডেন্ট তার কক্ষে নিয়ে যায়। এক পর্যায়ে কেবিন ফাকা পেয়ে সকাল আটটার দিকে সে শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চেচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে।
এ ঘটনায় বুধবার দুপুরে লালমনিরহাট রেলওয়ে থানার এসআই (নিরস্ত্র) রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে আসামীকে গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠায়। আর মেডিকেল টেস্টের জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।