প্রতিনিধি: লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব, শতাধিক স্টলে দেড় শতাধিক পিঠার ফসরা সাজিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দিতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী পিঠা পুলির উৎসব। উৎসবে অংশ নিয়েছে বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী পুরুষ। ধুম পড়েছে পিঠা বেচাকেনায়।পাটিসাপটা, মালপোয়া, ব্রেড, চুই, দই, তাল ও জাল সহ প্রায় দেড় শতাধিক পিঠার ফসরা সাজিয়ে বসেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ ১০ বছর যাবত এমন আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দিতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী পিঠা পুলির এই উৎসব।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকালে জেলা শহরের বাগবাড়ি স্কুল ক্যাম্পাস মাঠে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো: রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উৎসবে অংশ নেয়। এতে জেলার বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী পুরুষ। ধুম পড়েছে রকমারী পিঠা বেচাকেনা। শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে মেতেছে শিক্ষকরাও।
আলাদা স্টল দিয়ে গরম গরম পিঠা বানিয়ে বিক্রি করছেন আবার আগত অতিথিদের আপ্যায়নও করছেন তারা। পিঠাপুলি উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে অংশ নিয়েছে অভিভাকরাও। বিভিন্ন স্টলে গিয়ে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের পিঠা বিক্রিতে সহযোগিতা করছেন তাদের অভিভাকরা, আবার একই ক্লাসের সহপাঠিরা যৌথভাবে পরস্পর পিঠা বিক্রিতে সহযোগিতা করছেন।
বিভিন্ন নামের ও রংয়ের মুখরোচক পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন দেখা গেছে পুরো উৎসবে। বাংলার আবহমানকালের এই পিঠা উৎসব নতুন প্রজন্মকে হরেক রকমের পিঠার সাথে পরিচিতি করার পাশাপাশি বাঙ্গালীর ইতিহাস ও ঐতিহ্যকে জানতে সহায়তা করবে। এমনটাই মনে করছেন আয়োজকরা।