লক্ষ্মীপুরের রায়পুর মেঘনার ঘাট থেকে ৫০ মণ জাটকা জব্দ

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর বংশী ইউনিয়নের মেঘনার নদীর চান্দার খাল (পুরান বেড়ি) এলাকা থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোষ্টগার্ড। গোপন সংবাদ পেয়ে (২৩ ফেব্রুয়ারী) শুক্রবার সকালে অভিযান চালায় তারা। এ সময় অভিযানের টের পেয়ে নৌকা রেখে পালিয়ে যায় জড়িতরা।জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম দুপুরে সাংবাদিকদের জানান, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযানে রায়পুরের পুরান বেড়ি এলাকার মেঘনা নদী থেকে ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় অভিযানের টের পেয়ে নৌকা রেখে পালিয়ে যায় অসাধু ব্যাক্তিরা। ২টি নৌকা করে মাছ গুলো ঘাটে আনা হয়। পরে রায়পুর উপজেলা প্রশাসনের নির্দেশে ১৯টি এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে মাছ গুলো বিনামূল্যে বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার ছিদ্দিকুর রহমানসহ জেলা ও উপজেলা মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন