প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর-৩ আসনের এমপি মোহাম্মদ গোলাম ফারুক পিংকু। লক্ষ্মীপুর জেলা বিআরডিবি সভাপতি মামুনুর রশিদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুল ইসলাম এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিআরডিবি সদর দপ্তরের যুগ্ন পরিচালক মোহাম্মদ শহীদ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুর রহমান। লক্ষ্মীপুর বিআরডিবি উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান ভূঁইয়া, লক্ষ্মীপুর বিআরডিবি (ভারপ্রাপ্ত) অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলর মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার।
অনুষ্ঠান শেষে বিডিপির বর্ষসেরা ০৩ (তিন) ক্যাটাগরিতে প্রাথমিক সমিতি পর্যায়ে পুরস্কার পেয়েছেন পশ্চিম মোহাম্মদ নগর কেএসএস, উঃ পূর্ব মহাদেবপুর কেএসএস, উঃ আধার মানিক কেএসএস, সাহাপুর বিএসএস, পঃ চর উভূতি বিএসএস, হামছাদী এমবিএসএস, গংগাপুর এমবিএসএস, পঃ সৈয়দপুর এমবিএসএস, রাজিবপুর এমবিএসএস।